পাড়ুই হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, `এমনটা নাকি ঘটেইনি`!
পাড়ুই হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। গুলিতে মৃত্যু হয়নি সাগর ঘোষের। আদালতে একযোগে দাবি করলেন চিকিত্সক ও পুলিস। শুধু তাই নয়, সাগর ঘোষের দেহে গুলির কোনও চিহ্নই পাওয়া যায়নি বলে দাবি দুপক্ষের।
ওয়েব ডেস্ক : পাড়ুই হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। গুলিতে মৃত্যু হয়নি সাগর ঘোষের। আদালতে একযোগে দাবি করলেন চিকিত্সক ও পুলিস। শুধু তাই নয়, সাগর ঘোষের দেহে গুলির কোনও চিহ্নই পাওয়া যায়নি বলে দাবি দুপক্ষের।
পাড়ুই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার সিউড়ি আদালতে সাক্ষ্য দেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিত্সক শান্তনু সরকার। তিনিই সাগর ঘোষের দেহের ময়না তদন্ত করেন। আদালতে চিকিত্সক দাবি করেন সাগর ঘোষের দেহে গুলির কোনও চিহ্ন তিনি পাননি।
আজ আদালতে সাক্ষ্য দেন দুই পুলিসকর্মী সব্যসাচী ঘোষ ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁদেরও দাবি, ঘটনাস্থলে গুলি চলার কোনও চিহ্ন বা গুলির কোনও ফাঁকা খোল তাঁরা পাননি। তাঁদের সিজার লিস্টেও তাই ফাঁকা কার্তুজ নেই। ২০১৩-য় পঞ্চায়েত নির্বাচনের আগের দিন খুন হন নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ।
আরও পড়ুন, বাবুলের মেলায় আপত্তি নিয়ে হাইকোর্টে মুখ পুড়ল আসানসোল পুরনিগমের