ওয়েব ডেস্ক: জমি বিবাদ ঘিরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, মৃত ১। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নারায়ণগড় এলাকার সরষা গ্রামের ঘটনা । শাসক দলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বলে অভিযোগ বাসিন্দাদের। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের।


আরও পড়ুন- কমল রাজ্য সরকারের দফতরের সংখ্যা


প্রসঙ্গত, কিছুদিন আগেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে TMCP-র ইউনিট ভেঙে দিলেন জেলা তৃণমূল সভাপতি নিজেই। একইসঙ্গে গোষ্ঠী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে দশ জনকে। ৫ ডিসেম্বর TMCP-র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। গ্রেফতার করা হয়েছে বহিরাগত একজনকে। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় মাঝেমধ্যেই বেকায়দায় পড়তে হচ্ছে রাজ্যের শাসক শিবিরকে। সম্পূর্ণ বিষয়টি নিয়ে অত্যন্ত অস্বস্তিতে দল তৃণমূল কংগ্রেস।


আরও পড়ুন- 'তোলা দিতে হবে দেড় লক্ষ টাকা!'