ওয়েব ডেস্ক: মালদার ইংরেজবাজারে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে খুনের ঘটনায় কিনারার পথে পুলিস। রাতে জালে বিহারের বাসিন্দা নির্মল সিং। ম্যারাথন জেরায় নির্মল দোষ কবুল করেছে বলেও পুলিসসূত্রে দাবি। যদিও এবিষয়ে এখনই মুখ খোলেননি পুলিসের কোনও কর্তা।


আরও পড়ুন- এবার তদন্তে CID!!! তাহলে কী কোনও ইঙ্গিত মিলল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে কর্মসূত্রে দীর্ঘদিন ধরে পুরাতন মালদহের ওই ব্যবসায়ীর কাছে কাজ করতেন নির্মল।  ছাঁটাইয়ের প্রতিশোধ নিতেই শনিবার ব্যবসায়ীর স্ত্রীকে কোপায় নির্মল। বাড়ির কেয়ারটেকার দেখে ফেলায় খুন করা হয় তাকেও। পরে রামরতন আগরওয়াল ফিরে আসায় নির্মম ভাবে খুন করা হয় তাঁকে।  জেরায় জানতে পেরেছে পুলিস।


আরও পড়ুন- মালদায় ব্যবসায়ী দম্পতি খুনের কারণ কী? পুলিস কুকুর এনে তদন্ত চলছে


সকাল থেকে নির্মলকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহার করা ধারালো অস্ত্রের খোঁজচালাচ্ছেন তদন্তকারীরা। জানা গেছে জলঙ্গীতে একটি পুকুরের মধ্যেই অস্ত্র ও সিন্দুক ফেলে দিয়েছিলেন নির্মল।