ওয়েব ডেস্ক: একটা সময় ছিল যখন জঙ্গলমহল মানেই ছিল আতঙ্ক। গুলি-বোমার শব্দ আর আতঙ্ক নিত্যসঙ্গী ছিল ওখানকার মানুষদের। মৃত্যুভয় সবসময় তাড়া করে বেড়াত। দীর্ঘদিন ধরে ভয়ে কুঁকড়ে যাওয়া মুখগুলোয় আজ হাসি ফুটেছে। অন্ধকারের দিন কাটিয়ে আলোয় ফিরেছে জঙ্গলমহল। সেখানে এখন আছে তিন-তিনটে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেতু, স্কুল, কলেজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন সৌন্দর্যায়নের লড়াইয়ে পিছিয়ে নেই দক্ষিণ কলকাতাও


আতঙ্কের সেই আবহ পিছনে ফেলে আজ স্বনির্ভর হচ্ছেন জঙ্গলমহলের মহিলারাও। তাদের মুখে এখন ফুটেছে স্বস্তির হাসি। একটা সময়ে জনসাধারণের কমিটির সক্রিয় সদস্যের মুখে এখন উন্নয়নের শ্লোগান। বাসিন্দারা বলছেন, শান্তি ফিরেছে জঙ্গলমহলে। হাসছে জঙ্গলমহল।