ওয়েব ডেস্ক: ওদিকে গঙ্গাসাগর মেলা। আবার, আজ থেকে শুরু হচ্ছে কেন্দুলির জয়দেবের মেলা। অজয়ের চরে এই মেলায় প্রতিবার দূর দূরান্ত থেকে এসে হাজির হন বাউলরা। আসেন ফকির, কীর্তনীয়ারাও। আঠারো তারিখ মেলায় আসার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে মেলায় এবার বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাস্তার ধারে দোকান বসতে দেওয়া হচ্ছে না। আর এই নিরাপত্তার কড়াকড়িতে সমস্যায় পড়েছেন ছোট ব্যবসায়ীরা। আপাতত সেজে উঠেছে মেলা। পিলপিলিয়ে লোক আসা শুরু করেছেন মেলায়। এবার শীতটাও কম। আরও বেশি মানুষ এবার মেলায় আসবে বলেই আশা করছেন উদ্যোক্তারা।