ওয়েব ডেস্ক: সোমবার রাতে চিতাবাঘ আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি শহরে। এদিন রাত ৯টার কিছু পরে পথচলতি মানুষজন দেখতে পান জেলা পাঠাগার চত্বর থেকে বেরিয়ে দ্রুত রাস্তা পার হচ্ছে একটি চিতাবাঘ। প্রথমে প্রাণীটিকে চিনতে সমস্যা হয় পথচলতি মানুষজনের। তবে আবছা আলোয় প্রাণীটির গায়ে হলুদ কালো ছোপ দেখতে পান তাঁরা। তখনই তাঁরা নিশ্চিত হন শহরে হানা দিয়েছে চিতাবাঘ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাস্তা পেরিয়ে উল্টোদিকের একটি জমিতে ঝোপের মধ্যে ঢুকে যায় চিতাবাঘটি। মুহুর্তের মধ্যে সাড়া পড়ে যায় এলাকায়। জড়ো হয়ে যান সাধারণ মানুষ। তবে আর চিতাবাঘটিকে দেখতে পাননি কেউ। খবর যায় ডিএফওর কাছে। তিনি জানিয়েছেন সকালে এলাকা পরীক্ষা করে দেখবেন বনকর্মীরা। ওই এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ রয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখবেন তাঁরা।