ওয়েব ডেস্ক: শুরুটা ভালো হয়েছিল। মুকুলে মুকুলে ভরে গিয়েছিল গাছ। সেই দেখে ভালো ফলের আশায় বুক বেঁধেছিলেন চাষীরা। কিন্তু ফের ভিলেন প্রকৃতি। মরশুমের মাঝপথেই কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে ঝরে গিয়েছে মুকুল। এই অবস্থায় লাভের আশা ছেড়ে এখন ঋণের টাকা কিভাবে মেটাবেন, সেই চিন্তায় ঘুম নেই নদিয়ার অনেক আম চাষীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুর্শিদাবাদ এবং মালদার পাশাপাশি নদিয়া জেলার আমের সুনামও দেশজুড়ে। প্রতি বছর রাজ্যের বাইরেও পাড়ি দেয় এখানকার হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি আম। কিন্তু প্রকৃতি বিরুপ হওয়ায় আম চাষীরা এখন হতাশ। তাই এবছরও আর লক্ষ্মীলাভের আশা দেখছেন না চাষীরা।