ওয়েব ডেস্ক: মাতৃ রূপেন সংস্থৃতা। মাতৃ আরাধনায় মেতে উঠেছে দেশ। বারাসতে মাতৃ বন্দনায় আলো ও থিমের উত্‍সব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শতদল ক্লাব- এবারের পুজো চুয়াল্লিশ বছরে পড়ল। ঝিনুক, কাঠের গুড়ো, নারকেলের ছোবরা দিয়ে অক্ষয় ধামের আদলে তৈরি হয়েছে শতদল ক্লাবের মণ্ডব।  প্রতিমাতে ধরা পড়েছে মহামায়া থেকে কালী রূপের সৃষ্টি রহস্য।


আরও পড়ুন কালীপুজো মানেই জুয়ার আসর, তাই জানতে পারলেই খবর দিন পুলিসে


বিদ্রোহী ক্লাব- প্লাইউড,ফাইবার, শোলা দিয়ে  সেজে উঠেছে বারাসতের বিদ্রোহী ক্লাবের মণ্ডপ। আদতে ভেলোরের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডব। এবার পঞ্চাশ বছরে পড়ল বিদ্রোহী ক্লাবের পুজো।


সন্ধানী ক্লাব- নীরবে বন্দি শৈশব। শিশু মনের কত কথা। মনে পড়ে বড় হলে। সেইসব শৈশব স্মৃতিকে নিয়ে থিম সন্ধানী ক্লাবের। সন্ধানী ক্লাব মণ্ডব সজ্জায় উঠে এসেছে কিভাবে নেট দুনিয়া কেড়ে নিচ্ছে শৈশব।


আরও পড়ুন একনজরে দেখে নিন তিলোত্তমার কালীপুজো পরিক্রমা