শক্তি আরাধনায় নজর কেড়েছে কলকাতার কয়েকটি বারোয়ারি পুজো। একনজরে দেখে নিন তিলোত্তমার কালীপুজো পরিক্রমা।
ওয়েব ডেস্ক: শক্তি আরাধনায় নজর কেড়েছে কলকাতার কয়েকটি বারোয়ারি পুজো। একনজরে দেখে নিন তিলোত্তমার কালীপুজো পরিক্রমা।
নলিন সরকার স্ট্রিট - উত্তর কলকাতার অন্যতম প্রাচীন বারোয়ারি পুজো নলিন সরকার স্ট্রিটের পুজো। স্বাধীনতার আগে থেকে এই পুজো হচ্ছে। প্রতিবারের মতো এবারও পুজো সাবেকি। এই পুজোর অন্যতম উদ্যোক্তা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।
স্টার থিয়েটার - স্টার থিয়েটার সর্বজনীন পুজোয় ঘরোয়া আমেজ। পুজোর দিনটায় মণ্ডপই হয়ে ওঠে এলাকাবাসীর ঘরবাড়ি। প্রতিমা এবারও সাবেকি।
আরও পড়ুন কালীপুজো মানেই জুয়ার আসর, তাই জানতে পারলেই খবর দিন পুলিসে
যাদবপুর নবযাত্রী - যাদবপুর নবযাত্রী ক্লাবের পুজোর থিম এবার ভূত ও ভৌতিকতা। মণ্ডপ সজ্জায় ভৌতিক পরিবেশ তৈরি করা হয়েছে। প্রতিমা বুভুক্ষু কালী। অর্থাত্ শ্মশানে শবসাধনা করেন যাঁরা তাঁরা যে কালীর পুজো করেন।
শহীদ নগর - শহীদ নগরের পুজোয় মণ্ডপ সাজানো হয়েছে বাদ্যযন্ত্র দিয়ে। মণ্ডপের ভিতরের সজ্জায় বিরল কিছু ছবি। প্রতিমা সাবেকি।
কসবা জাগ্রত সংঘ - কসবা জাগ্রত সংঘের পুজোর থিম পুজোরই উপকরণ। পুজো করতে যা যা লাগে, সেগুলিই এবার মণ্ডপ সজ্জার উপকরণ। উদ্যোক্তাদের দাবি, জাঁকজমকে ক্রমশ হারিয়ে যাচ্ছে পুজোর উপাচারগুলিই। তাই পঞ্চাশতম বর্ষে পুজোকে ফিরিয়ে আনতে পুজোই পুজোর থিম।
আরও পড়ুন মাত্র ৭৯ রানে নিউজিল্যান্ডকে আউট করে ম্যাচ এবং সিরিজ জিতল ভারত
HUN
(19.2 ov) 149
|
VS |
FRA
97(15.3 ov)
|
Hungary beat France by 52 runs | ||
Full Scorecard → |
MLT
(20 ov) 148/9
|
VS |
AUT
101(17.5 ov)
|
Malta beat Austria by 47 runs | ||
Full Scorecard → |
BEL
(8 ov) 141/1
|
VS |
ROM
78/6(8 ov)
|
Belgium beat Romania by 63 runs | ||
Full Scorecard → |