ওয়েব ডেস্ক: ঘাটেই যাত্রীসহ ডুবেছে নৌকা। মর্মান্তিক দুর্ঘটনার দায় কার? প্রশাসন ও কালনা পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্বজনহারারা। পাল্টা তোপ দেগেছেন পুর চেয়ারম্যান থেকে মন্ত্রী। চলছে চাপানউতোর।


উত্‍সব বদলে গিয়েছে বিষাদে। ছবিটা হওয়ার ছিল শোকের। কিন্তু, শোক বদলে গেল সংঘাতে। দুর্ঘটনার রেশ তখনও কাটিয়ে ওঠেনি কালনা। এপাড়ে হতভম্ভদের ভিড়। ওপাড়ে তখন আছড়ে পড়ছে পুঞ্জীভূত জনরোষ। ওপাড়ের আগুনের তাতল এপাড়ও। টুকটাক বিক্ষোভ। অশান্তি। ফেটে বেরোল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ। নিশানায় পুরসভাও। অব্যবস্থার অভিযোগ ভুরি ভুরি। দুর্ঘটনা আকস্মিক। কিন্তু, তা এড়ানো যেত না কি? উত্‍সবের রাতে বাড়তি ভিড় ঠেকাতে কী ব্যবস্থা নিয়েছিল পুরসভা? প্রশ্ন তুলছেন স্বজনহারারা। নিরুত্তর জনপ্রতিনিধিরা।