কালনায় মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত গৃহবধূ
কালনায় মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত এক গৃহবধূ। লোহার রড দিয়ে হামলা এক মদ্যপ দুষ্কৃতীর। ঘটনাটি কালনার হরিজনপাড়ার। ঘটনায় অভিযুক্ত উত্পল ঘোষ এখনও অধরা। ঘটনার তদন্তে পুলিস।
ওয়েব ডেস্ক: কালনায় মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত এক গৃহবধূ। লোহার রড দিয়ে হামলা এক মদ্যপ দুষ্কৃতীর। ঘটনাটি কালনার হরিজনপাড়ার। ঘটনায় অভিযুক্ত উত্পল ঘোষ এখনও অধরা। ঘটনার তদন্তে পুলিস।
রাজ্যে ফের আক্রান্ত প্রতিবাদী। এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সন্ধের পর বাড়ির পিছনে ফাঁকা জায়গায় রোজ বসত মদের আসর। পথ চলতি মানুষদের উদ্দেশে উড়ে আসত অশ্রাব্য গালিগালাজ। মহিলাদের কটূক্তি। এর বিরুদ্ধে স্থানীয় থানাকে ব্যবস্থা নেওয়ার জন্য বহুবার অনুরোধও জানান ক্ষুদিরামপল্লির বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক অমল রায়। কিন্তু কাজের কাজ হয়নি। বাধ্য হয়ে নিজেই প্রতিবাদ করেছিলেন শিক্ষক।
আরও পড়ুন- গোয়ালতোড়ের যে জমিতে 'টাটা বাবু'দের আমন্ত্রণ জানালেন মমতা তার অতীত-বর্তমান
তার ফলে ওই শিক্ষকের বাড়িতে চড়াও হয়ে, ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে অমল রায়ের স্ত্রী এবং মেয়েকে হুমকি দেওয়া হয়। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের হলেওষ এখনও অধরা দুষ্কৃতীরা। পুলিসি নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামপুর নাগরিক সুরক্ষা মঞ্চ।