কাশীপুর বিধানসভা কেন্দ্র
ভোট গ্রহণ-৪ এপ্রিল, সোমাবার
২০১৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা
দল | প্রার্থী | প্রাপ্ত ভোট |
তৃণমূল কংগ্রেস | স্বপন কুমার বেলথারিয়া | |
বাম/কংগ্রেস | সুদীন কিসকু | |
বিজেপি | কমলাকন্ত হাসদা |
২০০২ নির্বাচন এবং ২০০৭ উপনির্বাচনে রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী হরভজন সিং চিমা। ২০১১ সালে এই কেন্দ্রে জয়ী হয় কংগ্রেস-তৃণমূল কংগ্রেস জোট প্রার্থী স্বপন কুমার বেলথারিয়া।
২০১৪ লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস।