ভোট গ্রহণ-৪ এপ্রিল, সোমাবার
২০১৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা 


দল প্রার্থী প্রাপ্ত ভোট
তৃণমূল কংগ্রেস স্বপন কুমার বেলথারিয়া  
বাম/কংগ্রেস সুদীন কিসকু  
বিজেপি কমলাকন্ত হাসদা  

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


২০০২ নির্বাচন এবং ২০০৭ উপনির্বাচনে  রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী হরভজন সিং চিমা। ২০১১ সালে এই কেন্দ্রে জয়ী হয় কংগ্রেস-তৃণমূল কংগ্রেস জোট প্রার্থী স্বপন কুমার বেলথারিয়া।



২০১৪ লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস।