ওয়েব ডেস্ক: ট্রেনের তলায় চাপা পড়ল আস্ত একটা কিং কোবরা। জলঢাকা রেলব্রিজের কাছে ট্রেনে কাটা পড়ল ১২ ফুট লম্বা কিং কোবরা। আজ সকালে চাপড়ামারির কাছে টহল দেওয়ার সময় বনকর্মীরা ট্রেনে কাটা পড়া সাপটিকে দেখতে পান। খবর দেওয়া হয় বনবিভাগের খুনিয়া রেঞ্জে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেখান থেকে বনকর্মীরা এসে সাপের দেহ উদ্ধার করে নিয়ে যান। কখন, কোন ট্রেনের ধাক্কায় কিং কোবরা কাটা পড়ল, তা খোঁজ করে দেখছেন বনকর্মীরা।


কী করে কিং কোবরা ওইখানে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বনকর্মীরা এ বিষয়ে মুখ খুলতে চাননি।