ওয়েব ডেস্ক: এক ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা আগরপাড়া টেক্সম্যাকো কারখানায়। গতকাল সন্ধ্যা থেকেই কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল মৃতের পরিবার। কীসের জন্য বিক্ষোভ? কেন কারাখানার গেটের সামনে থেকে তাঁরা সরছেন না এতক্ষণ পরও? এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে, সুকুমার জানা নামে ওই শ্রমিকের পরিবারের দাবি, অন্তত ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ না পেলে কারখানার গেটের সামনে থেকে কিছুতেই দেহ সরাবেন না তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আমির খানকে ঘৃণা করি বললেন সলমন খান!


ক্ষতিপূরণের দাবিতে আজ সকালে কাজ বন্ধ করে দিয়েছেন অন্য শ্রমিকরা।তাই বন্ধই রয়েছে কারখানার কাজ। যদিও এখনও কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি মৃতের পরিবারকে।


আরও পড়ুন  সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলের ছবি পোস্ট করলেন ইরফান পাঠান