ওয়েব ডেস্ক: জমি দখলের চেষ্টা। বাধা দেওয়ায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। মালদহের কালিয়াচক থানার ভোলাইচর গ্রামের ঘটনা। আতঙ্কে গ্রামে ঢুকতে পারছে না ওই পরিবার।


সন্ধেবেলায় তৈমুরকে নিয়ে মুম্বই ঘুরলেন করিনা কাপুর


গ্রামের এক তৃণমূল সমর্থকের ৩০ কাঠা জমি রয়েছে। অভিযোগ, স্থানীয় জমি মাফিয়া বেচন মণ্ডল দীর্ঘদিন ধরেই জমিটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হুমকি দিয়ে ও ভয় দেখিয়ে কাজ না হওয়ায় অন্য পথ ধরে সে। রাতে সদলবলে ওই জমি দখলের চেষ্টা করে বেচন মণ্ডল। জমি মালিকের স্ত্রী বাধা দিলে তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। স্বামী ও ছেলে বাঁচাতে এলে তাঁদের ওপরেও লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা হয়। আহতরা মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি। কালিয়াচক থানার পুলিস তদন্তে নেমেছে।


ওয়ার্ল্ড স্লিপ ডে-তে জেনে নিন ভারতীয়দের ঘুম কত কম