মোট আসন ২৯৪/২৯৪ : তৃণমূল ২১১, বাম ৩২, কংগ্রেস ৪৪, বিজেপি ৩, অন্যান্য ৪


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক : রাজ্যে দ্বিতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ডবল সেঞ্চুরি নিশ্চিত। ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল। ঘাসফুলের ঝড়ের কাছে কার্যত খড়কুটোর মত উড়ে গেল বিরোধী জোট।  ৫৪ বছর পর আবার কোনও দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছে । তৃণমূলের এবারের প্রাপ্ত ভোট বেড়েছে প্রায় ৬ শতাংশ। অন্যদিকে, বাম- কংগ্রেস শিবিরে শুরু হয়েছে দোষারোপ-পাল্টা দোষারোপের পালা। জোটের কাণ্ডারী সূর্যকান্ত মিশ্র নারায়ণগড়ে হেরেছেন সাড়ে ১৩ হাজার ভোটে।


একনজরে LIVE UPDATES:


দেখে নিন, রাজ্যের ভোট শেয়ার



রাজ্যের ছবিটা তো একদম পরিষ্কার। ২০১১-র থেকেও খারাপ ফল করল বাম। দ্বিতীয় স্থানে উঠে এল কংগ্রেস। একনজরে দেখে নিন অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরীর ফল।


৪টে : "একমাত্র নানুরটা হল না। ওটা পঞ্চায়েত নির্বাচনে হবে।" বীরভূমে ১১টির মধ্যে ৯টি আসন জিতে প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের।


Latest: সিঙ্গুরে ২০,৩৫২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, পরাজিত রবিন দেব। খড়দহে পরাজিত আসীম দাশগুপ্ত, জয়ী অমিত মিত্র। তবে, হারলেন রাজ্যের ৭ মন্ত্রী।


পড়ুন, ভরা বাজারেও হারলেন যেসব মন্ত্রীরা


BREAKING : আসানসোলের শ্রীপল্লিতে CPI(M) অফিসে আগুন। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।



৩টে : ডাবগ্রাম-ফুলবাড়িতে ২৩,৯২০ ভোটে জয়ী গৌতম দেব। মিনাখাঁয় জয়ী উষারানি মণ্ডল। বেহালা পূর্বে ২৪, ৪৬১ ভোটে জয়ী শোভন চ্যাটার্জি। বালিগঞ্জে জয়ী সুব্রত মুখার্জি। সবংয়ে জয়ী মানস ভুুঁইয়া।


২টো ১৫ মিনিট : শেষরক্ষা হল না। দিলীপ ঘোষ পারলেও, জোড়াসাঁকোতে এগিয়ে থেকেও হেরে গেলেন রাহুল সিনহা। জিতলেন তৃণমূলের স্মিতা বক্সী।


BREAKING : ৪,১৯৮ ভোটে কামারহাটিতে হারলেন মদন মিত্র। যদিও ৫০০০ ভোটে জিতবেন বলে কনফিডেন্ট ছিলেন তিনি। সময়ের অপেক্ষা ছিল মাত্র, ভবানীপুরে ২৫,৩০১ ভোটে জয়ী মমতা ব্যানার্জি ।


২টো ৫ মিনিট: টালিগঞ্জে জয়ী অরূপ বিশ্বাস। বন্দরে ২৬, ৫৪৭ ভোটে জয়ী ফিরহাদ হাকিম। পাণ্ডুয়ায় পরাজিত রহিম নবি।


১টা ৫৫ মিনিট : ১৮, ১২৪ ভোটে ভাঙড়ে জয়ী রেজ্জাক মোল্লা। রায়দিঘিতে ১,৬০৪ ভোটে জিতলেন দেবশ্রী রায়, হারলেন কান্তি গাঙ্গুলি।


১টা ৫০ মিনিট : আগামী ২৭ মে নতুন মন্ত্রিসভার শপথ। হারের পর কী প্রতিক্রিয়া সূর্যকান্ত মিশ্রের?


১টা ৪০ মিনিট : মানিকতলায় ২৫,৩৩৬ ভোটে জিতলেন সাধন পাণ্ডে। সাতগাছিয়া কেন্দ্রে জয়ী সোনালি গুহ। বেলেঘাটায় জয়ী পরেশ পাল।


১টা ৩৫ মিনিট : সাড়ে ১৩ হাজার ভোটে হেরে গেলেন সূর্যকান্ত মিশ্র। কী বললেন অধীর?



১টা ৩০ মিনিট : পরাজিত ' গোষ্ঠীদ্বন্দ্ব' , দিনহাটায় জয়ী উদয়ন গুহ।


১ টা ২৫ মিনিট : দমদম উত্তরে হারলেন চন্দ্রিমা ভট্টাচার্য, জিতলেন বামপ্রার্থী তন্ময় ভট্টাচার্য। হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক ৪৬,০০০ ভোটে জয়ী।


১টা ২০ মিনিট : তমলুকে হারলেন তৃণমূলের নির্বেদ রায়, বহরমপুরে জয়ী কংগ্রেসের মনোজ চক্রবর্তী। মাটিগাড়া থেকে জয়ী কংগ্রেসের শঙ্কর মালাকার।


১ট ১৫ মিনিট : খড়গপুর সদরে হেরে গেলেন 'চাচা' জ্ঞানসিং সোহানপাল। জিতলেন বিজেপির দিলীপ ঘোষ। চাঁপদানিতে ৮০০০ ভোটে জিতলেন আব্দুল মান্নান।


১ টা ১০ মিনিট : শিলিগুড়িতে জয়ী অশোক ভট্টাচার্য। ময়ূরেশ্বরে পরাজিত লকেট চ্যাটার্জি, জিতলেন তৃণমূলের অভিজিত রায়। গলসিতে জিতলেন তৃণমূলের অলোক কুমার মাঝি। সুজাপুরে জিতলেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। চুঁচুড়ায় জয়ী তৃণমূলের অসীম মজুমদার। পানিহাটিতে জয়ী তৃণমূলের নির্মল ঘোষ। হাওড়ার শিবপুরে জিতলেন তৃণমূলের জটু লাহিড়ি। মঙ্গলকোটে জয়ী তৃণমূলের সিদ্দিকুল্লা চৌধুরি । সপ্তগ্রামে জয় পেলেন তৃণমূলের তপন দাশগুপ্ত। মহেশতলায় জয়ী তৃণমূলের কস্তুরী দাস। কেশপুরে জিতলেন তৃণমূলের শিউলি সাহা। এগরায় জয়ী তৃণমূলের সমরেশ দাস।


পড়ুন, কোন কেন্দ্রে কে জয়ী, বিস্তারিত ফলাফল


১ টা : ভাটপাড়ায় জয়ী অর্জুন সিং, গোপীবল্লভপুরে জয়ী চূড়ামণি মাহাত। তবে মানিকচকে পরাজিত সাবিত্রী মিত্র। ইংরেজবাজারে কৃষ্ণেন্দু। নির্দল নীহার রঞ্জন ঘোষ ১,০৭, ১৮৩ ভোটে পেয়ে হারালেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে।


১২টা ৪৫ মিনিট : সম্ভাবনাই সত্যি হল। জয়ের মাঝেই তৃণমূলের ইন্দ্রপতন। যাদবপুর কেন্দ্রে পরাজিত মণীশ গুপ্ত, জয়ী সুজন চক্রবর্তী।


আরও পড়ুন, হেভিওয়েট প্রার্থীদের রেজাল্ট-এক নজরে


১২টা ১৫ মিনিট : হাওড়া উত্তরে লক্ষ্মীরতন শুক্লা, বালিতে বৈশালী ডালমিয়া, কাশীপুর-বেলগাছিয়ায় মালা সাহা জয়ী। অনেক চেষ্টা করেও পারলেন না রূপা


১১ টা ৫৫ মিনিট : সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের জন্য সাধারণ মানুষকে অভিনন্দন। বললেন, "তাঁরাই গণতন্ত্রের কাণ্ডারী। মানুষ নির্ভীকভাবে নিরপেক্ষভাবে নিজের ভোট দিয়েছেন। সাধারণ মানুষকে আমার কৃতজ্ঞতা। কুত্সার রাজনীতি নয়। মানুষ তা পছন্দ করে না।" ধন্যবাদ জানালেন কমিশনকে। দলের কর্মীদের সংযত থাকার আবেদন করলেন তিনি। একইসঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের হেনস্থা করা হয়েছে বলে ক্ষোভ উগরে দিলেন মমতা ব্যানার্জি। শুধু নির্বাচনে জয় নয়, বোর্ড পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদেরও অভিনন্দন জানালেন তিনি।


পড়ুন পড়ুন, আমরাই বলেছিলাম ২০০ প্লাস হচ্ছে তৃণমূল


১১টা ৪৫ মিনিট : জয় নিশ্চিত হতেই বাড়ির বাইরে বেরলোনে মমতা বন্দ্যাপোধ্যায়। তাঁকে ঘিরে উচ্ছ্বাস সমর্থকদের।



১১টা ৪০ মিনিট : পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় জয়ী তৃণমূলের আশিস চক্রবর্তী। নদীয়ার কৃষ্ণগঞ্জে জয়ী সত্যজিত বিশ্বাস।


১১টা ৩০ মিনিট : জয়ে অভিনন্দন, মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানালেন নমো।



১১টা ১৫ মিনিট : শালবনীতে জয়ী তৃণমূলের শ্রীকান্ত মাহাত। আসানসোল উত্তরে জয়ী মলয় ঘটক। পাণ্ডুয়ায় এগিয়ে রহিম নবি। কালীঘাটে বাজছে শাঁখ।



১১টা ১০ মিনিট : ভাঙড়ে ফের এগোলেন রেজ্জাক মোল্লা। এগিয়ে ৪০০০ ভোটে।


১১টা  ৫ মিনিট: শ্যামপুকুরে জয়ী শশী পাঁজা। হারালেন জোটপ্রার্থী পিয়ালি পালকে। ১৩, ১৬০ ভোটে জয়ী শশী পাঁজা। ডোমজুড়ে ১ লাখ ভোটে জয়ী রাজীব বন্দ্যোপাধ্যায়। পারলেন না ছোড়দা, চৌরঙ্গিতে জয়ী নয়না বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। ৮০, ৯০০ ভোটে জয়ী তিনি।


স্বস্তি! এগোলেন মদন মিত্র। কিন্তু বড়জোড়ায় পিছিয়ে শাসকদলের সেলেব প্রার্থী সোহম। ভাঙড়ে পিছিয়ে গেলেন 'চাষার ব্যাটাও'।


১০ টা ৫৫ মিনিট : এগিয়ে এগিয়ে আর নয়। এবার জয়। শাসকদলের প্রথম জয়। আরামবাগে জিতলেন তৃণমূলের কৃষ্ণচন্দ্র সাঁতরা। জিতলেন ৩৬,০০০ ভোটে।


১০ টা ৫০ মিনিট : বিরোধী জোটের প্রধান মুখই ভরাডুবির পথে। নবম রাউন্ডের পর সূর্যকান্ত মিশ্র ১০,০০০ ভোটে পিছিয়ে।


১০টা ৪০ মিনিট : ৬ রাউন্ডের পর কামারহাটিতে মদন মিত্র ১৩৪১ ভোটে পিছিয়ে। আসানসোল উত্তরে এগিয়ে মলয় ঘটক।


১০টা ৩৫ মিনিট : খড়দহে আবার এগোলেন অমিত মিত্র। চাঁপদানিতে এগোলেন আব্দুল মান্নানও।


১০টা ৩০ মিনিট : এখনও পর্যন্ত কার ভাগে কত শতাংশ ভোট পড়ল।



১০টা ২০ মিনিট : যাদবপুরে দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে সুজন চক্রবর্তী। খড়দহে তৃতীয় রাউন্ডের পর এগিয়ে অসীম দাশগুপ্ত।


খড়গপুর সদরে এগিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


১০টা ১৫ মিনিট : চাঁপদানিতে পিছিয়ে পড়লেন মান্নান দা। মধ্য হাওড়ায় এগিয়ে অরূপ রায়।


১০টা ১০ মিনিট : পিছিয়ে পড়লেন মদন মিত্র। ভবানীপুরে তৃতীয় রাউন্ডের শেষে ৩১৭০ ভোটে এগিয়ে মমতা ব্যানার্জি।


১০টা ৫ মিনিট : কলকাতা বন্দরে ববি হাকিম এগিয়ে ১৪, ৯৮৩ ভোটে। ৩য় রাউন্ডের শেষে ৩০০০-এর বেশি ভোটে ভাঙড়ে এগিয়ে রেজ্জাক মোল্লা। বড়জোড়ায় এগিয়ে সোহম।


১০টা :  মানিকতলায় এগিয়ে সাধন পাণ্ডে। বসিরহাট দক্ষিণে দীপেন্দু বিশ্বাস এগিয়ে। উপ-নির্বাচনের 'খেল' কি এবার আর দেখাতে পারবেন না শমীক ভট্টাচার্য?


৯ টা ৫৫ মিনিট : নন্দীগ্রামে ৩ রাউন্ড শেষে ১৪,০০০ হাজার ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। ১ম রাউন্ড শেষে ডাবগ্রাম-ফুলবাড়িতে এগিয়ে গৌতম দেব। ময়নাগুড়ি-জলপাইগুড়িতে এগিয়ে তৃণমূল।


৯টা ৫০ মিনিট : হরিপালে বেচারাম মান্না পিছিয়ে। পান্ডুয়ায় পিছিয়ে রহিম নবি।


শুধু রাজ্যের খবর জানলেই চলবে? গণনা চলছে কেরল, অসম ও তামিলনাড়ুতেও। দেখুন একনজরে।


৯টা ৪৫ মিনিট : এগিয়ে তৃণমূলের দুই শোভনই। চার রাউন্ড শেষে রাসবিহারী কেন্দ্রে শোভনদেব প্রায় ১৫০০ ভোটে এগিয়ে। বেহালা পূর্বে প্রায় ৯০০০ ভোটে এগিয়ে শোভন চট্টোপাধ্যায়।


৯ টা ৪০ মিনিট : প্রথম রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫০০ ভোটে এগিয়ে। চ্যালেঞ্জে কি তবে হারতে চলেছেন দীপা দাশমুন্সি?


অন্যদিকে, শিলিগুড়িতে কী আবার অশোক মডেলের ম্যাজিক? এগিয়ে অশোক ভট্টাচার্য। পিছিয়ে বাইচুং।


৯টা ৩৫ মিনিট : সিঙ্গুরে পিছিয়ে পড়লেন রবীন দেব। চাঁপদানিতে এগিয়ে কংগ্রেসের মান্নান দা।


৯টা ৩০ মিনিট : বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায় এগিয়ে। বেহালা পূর্বে এগিয়ে শোভন চ্যাটার্জি। দমদম উত্তরে এগিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য। এন্টালিতে তৃতীয় রাউন্ড শেষে তৃণমূলের স্বর্ণকমল সাহা ১১০০০ ভোটে এগিয়ে।


৯ টা ২০ মিনিট : আশঙ্কাই সত্যি হল। নারায়ণগড়ে পিছিয়ে সূর্যকান্ত মিশ্র। ২০১৪ লোকসভা নির্বাচনেই বামেদের জন্য মিলেছিল অশনি সংকেত।


৯টা ১৫ মিনিট : দমদমে এগিয়ে ব্রাত্য বসু। খড়দহে এগিয়ে অমিত মিত্র। চাঁচোলে সৌমিত্র রায় পিছিয়ে।


৯টা ১০ মিনিট : হাবড়ায় এগিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক। শ্যামপুকুরে শশী পাঁজা (৬ রাউন্ড শেষে ৫০০০ ভোটে)। কসবায় জাভেদ খান। বারুইপুর পশ্চিমে এগিয়ে বিমান চ্যাটার্জি। ইংরেজবাজারে পিছিয়ে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।


৯টা ৫ মিনিট : দিনহাটায় উদয়ন গুহ, চৌরঙ্গিতে নয়না ব্যানার্জি এগিয়ে। পড়ুন, এবারের ভোটে রাজ্যের নজরে উদয়ন।


সবংয়ে এগিয়ে কংগ্রেসের মানস ভুঁইয়া। নেক টু নেক ফাইট রাজারহাট-নিউটাউনে। আবার এগোলেন সব্যসাচী দত্ত।


৯টা : সিঙ্গুরে এগিয়ে রবীন দেব। তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত সিঙ্গুরে কি শাসকদলের থেকে মুখ ফেরাল মানুষ? ২০১১ পরিবর্তনের ক্ষেত্রে সিঙ্গুর আন্দোলেনর কথা নিশ্চয় ভোলেননি?


বালিতে তৃণমূলের বৈশালী ডালমিয়া এগিয়ে।


৯টা : ২ রাউন্ড গণনার শেষে রাজারহাট-নিউটাউনে সব্যসাচী দত্ত পিছিয়ে। পিছিয়ে পড়লেন লকেটও।


কামারহাটিতে এগিয়ে মদন মিত্র


৮ টা ৫০ মিনিট : যাদবপুরে বেকায়দায় মণীশ গুপ্ত। এগিয়ে সুজন চক্রবর্তী। আরও পড়ুন, ২০১৪-য় কী ছিল যাদবপুর কেন্দ্রের ফল? রাজারহাট গোপালপুরে পিছিয়ে পূর্ণেন্দু বসু।


৮টা ৪৫ মিনিট : রায়দিঘিতে এগিয়ে 'রায়বাঘিনী' দেবশ্রী রায়। এই বয়সেও প্রচারে কিন্তু যথেষ্ট গা ঘামিয়েছিলেন কান্তিদা। বিধাননগরে সুজিত বোস এগিয়ে।


৮টা ৪০ মিনিট : হিসেবমতই ভাটপাড়ায় এগিয়ে অর্জুন সিং। জোড়াসাঁকোয় এগিয়ে বিজেপির রাহুল সিনহা। উড়ালপুল বিপর্যয় কি প্রভাব ফেলল জোড়াসাঁকোর ব্যালটবক্সে? চলুন দেখেনি জোড়াসাঁকো কেন্দ্রটি


৮টা ৩৫ মিনিট : হাওড়া উত্তরে জোর টক্কর। এগিয়ে লক্ষ্মীরতন শুক্লা। তবে কি হারছেন রূপা?  (একনজরে দেখে নিন, ২০১১-২০১৬-য় হাওড়া উত্তরের কী ছিল ফল)


খণ্ডঘোষে এগিয়ে তৃণমূলের নবীনচন্দ্র নাগ। ভাতারে এগিয়ে তৃণমূলের সুভাষ মণ্ডল । জগদ্দলে এগিয়ে তৃণমবলের পরেশ দত্ত। জামালপুরে এগিয়ে তৃণমূলের উজ্জ্বল প্রামাণিক।


৮ টা ৩০ মিনিট : বর্ধমান দক্ষিণে তৃণমূল চট্টোপাধ্যায় রবিরঞ্জন চট্টোপাধ্যায় এগিয়ে। শান্তিপুরে এগিয়ে তৃণমূলের অজয় দে। ময়ূরেশ্বরে এগিয়ে বিজেপি প্রাথী লকেট চ্যাটার্জি। বালিগঞ্জে এগিয়ে তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখার্জি। বীজপুরে এগিয়ে মুকুল পুত্র শুভ্রাংশু রায়।


৮টা ২৫ মিনিট : কলকাতার ভবানীপুর কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনা শুরু।  এই ভবানীপুরেই যুযুধান দিদি-বৌদি


৮ টা ২৩ মিনিট : মাথাভাঙায় ৫ আসনে এগিয়ে তৃণমূল, ১টিতে বাম। আসানসোল উত্তর, ভাতারে তৃণমূল ৬টিতে এগিয়ে। শান্তিপুরেও এগিয়ে তৃণমূল ৬টি আসনে।


গণনাকেন্দ্রের বাইরে আটসাঁট নিরাপত্তা। গণনাকেন্দ্রের বাইরে ১০০ মিটারের মধ্যে কোনও জমায়েত নয়। কলকাতায় গণনা শুরু ৯টি কেন্দ্রে।


৮ টা : ভোটগণনা শুরু হল ৯০টি গণনা কেন্দ্রে। গণনা শুরু হল পোস্টাল ব্যালট।


পড়ুন, রাজ্যের ফলাফল নির্ভর করবে কোন ৭টি ফ্যাক্টরের উপর


৭ টা ৪৫ মিনিট : গণণা  শুরুর আগেই উত্তপ্ত বর্ধমানের ভাতার। এড়ুয়া গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। দু-পক্ষের ইট বৃষ্টি, বোমাবাজি। একাধিক বাড়িতে ভাঙচুড়। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী।


পড়ুন, কোন ৭১টি আসনের উপর নির্ভর করছে রাজ্যের ফলাফল