লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, বিধাননগরের সাইবার ক্রাইমের জালে ৩
ওয়েব ডেস্ক: লোন পাইয়ে দেওয়ার নাম করে অভিনব প্রতারণা। তিন ঠগকে জালে তুলল বিধাননগরের সাইবার ক্রাইম থানা। তদন্তকারীরা জানাচ্ছেন, প্রতারণায় একটি বিশেষ ধরণের কলম ব্যবহার করত ধৃতরা। তারা লোনের প্রসেসিং ফি হিসাবে নামমাত্র অঙ্কের চেক লেখাতো প্রতারিতকে দিয়ে। নিজেদের একটি বিশেষ পেন দিয়েই কৌশলে ওই চেক লিখিয়ে নেওয়া হত। সেই কলমের কালি নির্দিষ্ট ইরেজার দিয়ে মোছা যায়। ইরেজার দিয়ে টাকার অঙ্ক বদলে ফেলে ইচ্ছেমতো টাকা তুলে নেওয়া হত প্রতারিত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। দুটি একই ধরনের অভিযোগ পেয়ে তদন্তে নামে সাইবার ক্রাইম থানা। ধরা পড়েছে উল্টোডাঙার বাসিন্দা বিনয় জয়সওয়াল, ও ধীরাজ গুপ্তা এবং চিত্পুরের সাদাপ আনোয়ার। আরও পড়ুন- স্বাভাবিক হচ্ছে ভাঙড়, অবরোধ তুললেন গ্রামবাসীরাই