ওয়েব ডেস্ক: লকেটের পাল্টা এবার তৃণমূল। ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এবার কমিশনে নালিশ জানাল তৃণমূল।


গতকালই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কমিশনে নালিশ জানান লকেট চট্টোপাধ্যায়। পরদিনই তাঁর বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল কংগ্রেস। গত ১৪ই মার্চ তারাপীঠে পুজো দিয়ে ময়ূরেশ্বরে প্রচার করেন লকেট। তারাপীঠ থেকে ময়ূরেশ্বর যাওয়ার সময় বিজেপি বাইক মিছিল করে বলে অভিযোগ তৃণমূলের। তারাপীঠে যাওয়ার সময়ও বিজেপির কর্মী-সমর্থকেরা বাইক মিছিল করেন। বাইক মিছিলে নিষেধাজ্ঞা জারির পর বিজেপির এই বাইক মিছিলের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল তৃণমূল। তৃণমূলের দাবি, বাইক মিছিলের বিরুদ্ধে যাঁরা সবচেয়ে বেশি সোচ্চার, তাঁরাই প্রচারে বাইক মিছিল করছেন।