ওয়েব ডেস্ক: ছিটমহল চুক্তি বাস্তবায়নের পর এবার প্রথম ভোট। নজরে কোচবিহারের ৯ বিধানসভা আসন। সেইসঙ্গে যোগ হয়েছে উদয়ন গুহ জার্সির বদল।  কতটা প্রভাব পড়বে কোচবিহারের ভোটে? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছিটমহল আর উদয়ন গুহ। নয় বিধানসভা আসনের কোচবিহার ভোটে এবার মেজর ফোকাস দুটোই। 


ফোকাসে ছিটমহলের ভোটার
এদেশ ওদের দিকে তাকাত না। মুখ ফিরিয়ে নিত বাংলাদেশও। স্বাধীনতার পর থেকেই ঘর কা না ঘাট কা হাল ছিটমহলের বাসিন্দাদের।  ছিটমহল হস্তান্তর চুক্তির পর এবার বদলে গেছে ছবিটা। এবারই প্রথম ভোট দেবেন ভারতের অন্তর্ভুক্ত হওয়া প্রায় দশ হাজার ছিট মহলবাসী। জেলার ভোটে যা বড় ফ্যাক্টর। 


ফোকাসে উদয়ন গুহ
এই জেলা বরাবরই ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি।  কিন্তু, কমল গুহের মৃত্যুর পর ছেলে উদয়ন জার্সি বদলে এবার ঘাসফুল শিবিরে। রাজনীতির নয়া এই সমীকরণও বৃহস্পতিবারের ভোটে বড় ফ্যাক্টর।


নজরে দিনহাটা
জার্সি বদলালেও গড় বদলান নি উদয়ন গুহ। এবারও দিনহাটা থেকেও লড়ছেন কমল পুত্র। তাঁর বিরুদ্ধে প্রার্থী ফরওয়ার্ড ব্লকের অক্ষয় ঠাকুর।


ফোকাসে নাটাবাড়ি
নাটাবাড়িতে তৃণমূলের অশ্বমেধের রশি খোদ জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের কাঁধে। বিরুদ্ধে লড়ছেন সিপিএমের তমসের আলি। 


লড়াই মেখলিগঞ্জে
মেখলিগঞ্জে শাসকদলের হয়ে লড়ছেন অর্ঘ্য রায়প্রধান।তাঁর সঙ্গে লড়াই ফরওয়ার্ড ব্লকের পরেশ চন্দ্র অধিকারীর।


ফোকাসে মাথাভাঙা
মাথাভাঙায় লড়াইটা দুই বর্মনের মধ্যে। তৃণমূলের হয়ে লড়ছেন বিনয় বর্মণ আর উল্টোদিকে রয়েছে CPM-এর খগেন বর্মণ।



২০১১ কোচবিহারের ৯টি আসনের মধ্যে ৫টিতে এগিয়ে ছিল কংগ্রেস-তৃণমূল জোট। বামেরা এগিয়ে ছিল ৪টি আসনে। আর  ২০১৪ লোকসভা ভোটে কোচবিহারের ৯টি আসনের ৮টিতে এগিয়ে ছিল তৃণমূল। বামেরা এগিয়ে ছিল একটি আসনে। এবার কী হয়? বৃহস্পতিবার রায় দেবে কোচবিহার।