দোলাচলে পাহাড়: গুরুংয়ে জন্য `জান` কবুল নাকি মদন তামাং খুনিদের শাস্তি?
সুবিচার পেতে কেটে গেছে পাঁচ-পাঁচটা বছর। কিম্তু, আদালতের ওপরই আস্থা রাখছেন নিহত গোর্খা লিগ নেতা মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং। আপাতত গোর্খাল্যান্ড নয়, গোর্খা লিগের মূল ফোকাস মদন তামাংয়ের খুনিদের গ্রেফতারি। ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে জানালেন গোর্খা লিগ নেত্রী ভারতী তামাং।
ওয়েব ডেস্ক: সুবিচার পেতে কেটে গেছে পাঁচ-পাঁচটা বছর। কিম্তু, আদালতের ওপরই আস্থা রাখছেন নিহত গোর্খা লিগ নেতা মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং। আপাতত গোর্খাল্যান্ড নয়, গোর্খা লিগের মূল ফোকাস মদন তামাংয়ের খুনিদের গ্রেফতারি। ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে জানালেন গোর্খা লিগ নেত্রী ভারতী তামাং।
মদন তামাঙ হত্যা মামলায় সিবিআই চার্জশিটে নাম ওঠার পর এতদিন চুপচাপ ছিলেন। কিন্তু আদালত গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়ার পরের দিনই প্রকাশ্যে এলেন বিমল গুরুং। রবিবার, পাহাড়ের প্রত্যন্ত গ্রাম মালিধুরায় কর্মিসভা করলেন মোর্চা সুপ্রিমো। উঠল গোর্খাল্যান্ডের স্লোগান, "মোর্চা কর্মী, গুরুংয়ের জন্য জান কবুল"
মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুংসহ মোর্চার ২৩ জন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নগর দায়রা আদালত। রোশন গিরি, হরকা বাহাদুর ছেত্রী, আশা গুরুংসহ মোর্চার একাধিক শীর্ষনেতার নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। সিবিআইকেই গ্রেফতারি পরোয়না কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারির জেরে রীতিমতো অস্বস্তিতে মোর্চা নেতৃত্ব।