ওয়েব ডেস্ক: অষ্টম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। পরে কীটনাশক খাইয়ে খুন। এমনই অভিযোগ মালদার গাজোলে। ঘটনার তদন্তে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাড়ির বাইরে শনিবার রাতে বসেছিল অষ্টম শ্রেণির ছাত্রীটি। এলাকায় কাবাডি খেলোয়াড় হিসেবেও পরিচিত এই ছাত্রী। অভিযোগ, তাকে ডেকে নিয়ে যায় এলাকারই যুবক জয়ন্ত টুডু। এরপর থেকে হাজার খোঁজাখুঁজিতেও পাওয়া যায়নি ছাত্রীটিকে। তিন লক্ষ টাকা চেয়ে ছাত্রীর বাড়িতে দুষ্কৃতীদের ফোনও আসে। রাতেই গাজোল থানায় অভিযোগ দায়ের করে পরিবার।


খবর মেলে রবিবার বেলার দিকে। হাতিমারা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছাত্রী।  মুখ দিয়ে তখন ফেনা উঠছে। চিকিত্সকেরা নিশ্চিত হয়ে যান, বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে কিশোরী। খবর পেয়ে ছুটে যান পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ, ছাত্রীকে ধর্ষণের পর কীটনাশক খাওয়ানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ছাত্রীকে। সেখানেই রবিবার বিকেলে মৃত্যু হয় তার। ঘটনা জানাজানি হওয়ার পর পালিয়ে গিয়েছে জয়ন্ত টুডু ও তার বাড়ির লোকজন। ঘটনার তদন্ত শুরু করছে পুলিস।