ওয়েব ডেস্ক : ১৪-ই সেপ্টেম্বর সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ধর্না করেছিলেন তার কাছেই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, ধর্নামঞ্চেই যাতে কয়েকজন কৃষকদের হাতে জমির কাগজ তুলে দেওয়া যায় তার চেষ্টা চালানো হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বঙ্গপোসাগরে গভীর নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে চলবে দুর্যোগ


প্রসঙ্গত আজ সিঙ্গুরে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সভামঞ্চের স্থান চিহ্নিত করার পাশাপাশি জমি জরিপের কাজও তদারকি করেন মন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আজ সিঙ্গুরের টাটাদের কারখানা পরিদর্শনে যান হরিপালের বিধায়ক বেচারাম মান্না ও সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দু'জনেই সিঙ্গুর আন্দোলনের পরিচিত মুখ। সেখানে তাঁরা কথা বলেন কৃষকদের সঙ্গে। কথা বলেন একসময় টাটাদের কারখানার জন্য দেওয়া জমিদাতাদের সঙ্গেও।