ওয়েব ডেস্ক: কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সভাটি করলেন নারায়ণগড়েই। প্রেস্টিজ ফাইট জিতে সেকেন্ড ইনিংসে প্রশাসনিক পাখির চোখ করলেন নারায়ণগড়কেই। জয়ের কাণ্ডারি প্রদ্যোত্‍ ঘোষকে মানুষের কাছে গিয়ে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন তিনি। কথাও রাখলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারায়ণগড়ে বাজিমাত


সেকেন্ড ইনিংসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভাটি করলেন নারায়ণগড়েই।


মমতার কাছে ছিল প্রেস্টিজ ফাইট। জোটের অন্যতম মুখ সূর্যকান্ত মিশ্রকে হারাতে প্রচারে বারবার আবেদন জানান নারায়ণগড়ের মানুষকে। কথা রেখেছেন নারায়ণগড়ের মানুষ। তেরো হাজারের বেশি ভোটে সিপিএম রাজ্য সম্পাদককে হারিয়ে দেন প্রদ্যোত্‍ ঘোষ। প্রেস্টিজ ফাইট জিতে কথা রাখলেন মমতা।


 পশ্চিম মেদিনীপুরের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তার বেশিরভাগটাই পেল নারায়ণগড়। কথা দিলেন, নারায়ণগড়ে আবার আসবেন তিনি। নারায়ণগড়ে হবে মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, জানিয়ে দিলেন মমতা। সঙ্গে বললেন, ঘোষণা করলেন, ৬৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে ৩০০ শয্যার মাল্টিস্পেশালিটি হাসপাতাল। মুখ্যমন্ত্রীর বার্তা, কন্যাশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথীর মতো সমস্ত প্রকল্প চালু থাকবে। হাবেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝিয়ে দিলেন, এক্স ফ্যাক্টর নারায়ণগড়।