ধর্মঘট ভাঙায় মন্ত্রী দিলেন গোলাপ ফুল
এবার সরকারেরই দুই রূপ দেখল রাজ্যবাসী। যদিও দু`ক্ষেত্রেই উদ্দেশ্যটা একই। ধর্মঘটকে ব্যর্থ করা। আর তাই এবার সেই ধর্মঘটকে ভাঙার জন্য মিলল পুরষ্কার। তাও আবার আস্ত গোলাপ ফুল। রাজ্যের দুই জেলায় এই দৃশ্য দেখা গেল আজ।
ওয়েব ডেস্ক : এবার সরকারেরই দুই রূপ দেখল রাজ্যবাসী। যদিও দু'ক্ষেত্রেই উদ্দেশ্যটা একই। ধর্মঘটকে ব্যর্থ করা। আর তাই এবার সেই ধর্মঘটকে ভাঙার জন্য মিলল পুরষ্কার। তাও আবার আস্ত গোলাপ ফুল। রাজ্যের দুই জেলায় এই দৃশ্য দেখা গেল আজ।
আরও পড়ুন- যাদবপুরে উত্তেজনা! একদিকে বামেদের মিছিল, অন্যদিকে তৃণমূলের সিঙ্গুর দিবস পালন
বনধ ভাঙায় মিলল গোলাপ ফুল। এই ছবি দেখা গেল দমদম আর হাওড়ায়। দমদমেতো ফুল মিলল খোদ মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকেই। দোকানদার, অটো চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন তথ্য ও প্রযুক্তিমন্ত্রী। হাওড়াতেও দেখা গেল একই ছবি। হাওড়া ব্রিজের কাছে বাস ও অটো চালকদের ফুল দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।