ওয়েব ডেক্স : কমবেশী তিনমাস সময়। যুদ্ধ যুদ্ধ রব তুলে শুরু প্রচার। তারপর ঘনিয়ে এল সেই যুদ্ধের দিন। শুরু হল ভোট যুদ্ধ। ৬ দফায় সাতদিন ধরে চলল সেই যুদ্ধ। ভোট দিলেন রাজ্যবাসী। অবশেষে গত ১৯ মে সেই যুদ্ধের ক্লাইম্যাক্স টানা হল। জয়ী হল একদল। হারল বহু। রাজ্যের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আসীন করলেন তাঁর সেনাপতিরা। তবে, এবার শুধু সেই পুরনো সেনাপতিরাই নন, দলে যোগ দিয়েছেন নতুনরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যুদ্ধ তো না হয় জেতা হল। এবার দায়িত্ব বন্টনের পালা। আর আজ তাতেই সমবন্টন ফর্মুলা প্রয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজ্ঞদের পাশাপাশি নতুনদেরও এবার সুযোগ করে দিলেন তিনি।


ফলে, মমতা টু মন্ত্রিসভায় এবার স্থান পেয়ে গেলেন সেই নতুন মুখেরা।


এক নজরে দেখেনি নতুনরা কে কোন দপ্তর পেলেন-


শোভন চ্যাটার্জি(মেয়র)- দমকল, পরিবেশ ও আবাসন দফতর
শোভনদেব চট্টোপাধ্যায়- বিদ্যুত্‍ দফতর
আব্দুর রেজ্জাক মোল্লা- খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর
শুভেন্দু অধিকারী- পরিবহন দফতর
অবনী জোয়ারদার- কারা দফতর
রবীন্দ্রনাথ ঘোষ- উত্তরবঙ্গ উন্নয়ন দফতর
জেমস কুজুর- আদিবাসী উন্নয়ন
তপন দাশগুপ্ত- কৃষি বিপণন
চূড়ামণি মাহাত- সংখ্যালঘু উন্নয়ন


স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী


সিদ্দিকুল্লা চৌধুরী- গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতর
অসীমা পাত্র- কারীগরি প্রশিক্ষণ দফতর


প্রতিমন্ত্রী


লক্ষ্মীরতন শুক্লা- ত্রীড়া দফতর
ইন্দ্রনীল সেন- তথ্য ও সংস্কৃতি দফতর
বাচ্চু হাঁসদা- উত্তরবঙ্গ উন্নয়ন দফতর
গুলাম রব্বানি- পর্যটন  দফতর
সন্ধ্যারানি টুডু- অনগ্রসর জাতি উন্নয়ন দফতর
জাকির হোসেন- শ্রম দফতর


শ্যামল সাঁতরা- পঞ্চায়েত ও জনস্বাস্থ্য দফতর