ওয়েব ডেস্ক: স্কুল পরিচালন সমিতির সভাপতি মারা গিয়েছেন। ৩ মাস ধরে টাকা লেনদেন বন্ধ স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রায় ২ লক্ষ টাকার বিদ্যুত্‍ বিল বাকি। অন্ধকার ক্লাসরুমে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে পড়ুয়ারা। আর মিড ডে মিল? সেটা চলছে ধার করে! করুণ দশা জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন ফণীন্দ্রদেব হাইস্কুলের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বাইরে আকাশ তখন মেঘে অন্ধকার। অন্ধকার ক্লাসরুমের ভিতরটাও! অন্ধকার ক্লাসরুমে এভাবেই হল ক্লাস ইলেভেনের পরীক্ষা। জলপাইগুড়ি শহরের শতাব্দী প্রাচীন ফণীন্দ্রদেব হাইস্কুলের এমনই অবস্থা। আলো যেটুকু বেঁচে আছে, তা হল প্রধান শিক্ষকের ঘরে। কেন এমন পরিস্থিতি?  



৩ মাসের বেশি সময় ধরে চূড়ান্ত অব্যবস্থা। শিক্ষা দফতরকে জানিয়েও ফল মেলেনি। মিড ডে মিল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ধার করে খাওয়াতে হচ্ছে পড়ুয়াদের। জলপাইগুড়ি শহরের ঐতিহ্যমণ্ডিত স্কুলের এমন হাল দেখে ক্ষুব্ধ অভিভাবকরা। হতাশ পড়ুয়ারাও। সবাই অপেক্ষায়, কবে স্বাভাবিক হবে প্রিয় স্কুল। (আরও পড়ুন- তেহট্ট মহকুমা আদালতে আজব চার্জশিট সিআইডির)