ওয়েব ডেস্ক: কন্যাশ্রীতে নাম রয়েছে। অথচ প্রকল্পের টাকা পাচ্ছেন না ছাত্রীরা। কার্যত মালদা জেলাজুড়ে এই এক সমস্যা দেখা দিয়েছে। স্কুলে থাকার সময় নিয়মমতো টাকা পাওয়া গেলেও, কলেজে ভর্তি হওয়ার পরই সমস্যা শুরু। ছাত্রী এবং অভিভাবকরা প্রশাসনের দরজায় দরজায় ঘুরলেও, সমস্যা সেই তিমিরে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাধনা, বিপাশা কিংবা রূপা। কেউ মালদার গাজোল, কেউ ইংরেজবাজার, আবার কেউ অন্য কোনও ব্লকের বাসিন্দা। পড়তে চান এরা সবাই। দু-চোখে কিছু করে দেখানোর স্বপ্ন। কিন্তু বাধ সাধছে পরিবারের আর্থিক অবস্থা। স্কুল পেরিয়ে কলেজে পা দেওয়ার পর আশা ছিল, কন্যাশ্রী প্রকল্পের এককালীন পঁচিশ হাজার টাকা হাতে পেলে, অনেক সমস্যার সমাধান হবে। কিন্তু কোথায় কী?


সেই টাকাই এখন এদের হয়রানির কারণ। কলেজে ওঠার পরও এককালীন অনুদানের নামগন্ধ নেই। স্কুল থেকে তাঁদের যে কন্যাশ্রী প্রকল্পের আইডি নম্বর দেওয়া হয়, তা কলেজে জানান ছাত্রীরা। কিন্তু সেই নম্বর এখন ইনভ্যালিড দেখাচ্ছে, অর্থাত্‍ অস্তিত্বই নাকি নেই! স্কুল-কলেজ, দু পক্ষই দায় চাপাচ্ছে একে অপরের ওপর। গত প্রায় দেড় বছর ধরে শুধু ঘোরাঘুরিই চলছে। আজ বিডিও, কাল ডিএম, পরশু অন্য কোনও অফিসার। কিন্তু সমস্যা যেখানে ছিল, সেখানেই রয়ে গেছে। কিন্তু এ নিয়ে মুখে কুলুপ প্রশাসনিক কর্তাদের। কিন্তু এদের কী হবে? ভবিষ্যত্‌ কী? জবাবও কারোও কাছে নেই।