ওয়েব ডেস্ক: একটা গোটা অলিম্পিক হয়ে গেল। শয়ে শয়ে অ্যাথলিটদের মধ্যে কিনা শেষ পর্যন্ত দুজন মেয়েই দেশের সম্মাণ রক্ষা করল। ভারতীয়দের গর্বিত করল। অথচ, দেশের বা রাজ্যের ‘খারাপ’ পুরুষরা এরপরেও লজ্জা পেল না। এখনও ধর্ষণ করতে এদের কোনও লজ্জাই হচ্ছে না। মনে একটু আটকাচ্ছে না!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রিও-র হল সারা, টোকিও-র হল শুরু


এবার বুলন্দশহর গণধর্ষণের ছায়া এরাজ্যে। মধ্যরাতে বেড়া ভেঙে ঘরে ঢুকে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ। ধূপগুড়ির বানারহাট থানার চানাদীপা গ্রামের ঘটনা। তিনজনের নামে বানারহাট থানায় অভিযোগ দায়ের। আজ মেডিক্যাল পরীক্ষার জন্য মা ও মেয়েকে জলপাইগুড়ি পাঠানো হবে। রেকর্ড করা হবে দুজনের বয়ান।


আরও পড়ুন  জন্মদিনে শুনে নিন কেকে-র গাওয়া অন্যতম সেরা পাঁচ গান