ওয়েব ডেস্ক: বাড়িতে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে গুলি করে খুন করা হল মুর্শিদাবাদের নবগ্রামে। ওয়াহিদ আলি নামে ওই ব্যক্তির বাড়ি নবগ্রাম থানার মুকুন্দপুরে। গতরাতে নিজের ঘরেই ঘুমিয়ে ছিলেন তিনি। সকালে বাড়ির লোক দেখেন দরজা খোলা। রক্তাক্ত অবস্থায় বিছানাতেই পড়ে মৃতদেহ। ঘরের জিনিসপত্রও এলোমেলো ভাবে ছড়ানো রয়েছে। খুব কাছ থেকে গুলি করে ওয়াহিদ আলিকে খুন করা হয় বলে পুলিসের প্রাথমিক অনুমান। কারা, কী কারণে তাঁকে খুন করল, তা নিয়ে ধন্দে পুলিস। দুদশক আগে ওয়াহিদ আলির বাবাও খুন হয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিস। বাবার খুনের সঙ্গে ছেলের খুনের কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জগদ্ধাত্রী পুজোয় মাতোয়ারা চন্দননগর


আরও পড়ুন ঠিক ষোল দিনের মাথায় আবারও ইভটিজারদের দৌরাত্ম্য মহিষাদলে