ওয়েব ডেস্ক: রং মিস্ত্রিকে পিটিয়ে খুন করার অভিযোগ গ্রেফতার হলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চিকিত্সতক। ধৃত চিকিত্সভককে  আজ বাঁকুড়া আদালতে তোলা হয়। আদালত চত্বরেই চিকিত্স্কের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। চলতি বছরের  চোদ্দই অগাস্ট চিকিত্সাক আবাসনের সামনে কাজ করছিলেন মৃত রং মিস্ত্রি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মা, মাদার, সন্ত শুনে শুনে বাঙালির 'সেরা' মাকে নিয়ে আজ না লিখে পারলাম না


অভিযোগ রং মিস্ত্রিকে বেধড়ক মারধর করেন চিকিত্সদক দেবল সোরেন। কলকাতার পিজি হাসপাতালে মারা যান রং মিস্ত্রি প্রশান্ত দেওঘরিয়া। বাঁকুড়া থানায় চিকিত্সবকরে বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন চিকিত্সিক। গতকাল সন্ধ্যায় বাঁকুড়া স্টেশনের কাছে গ্রেফরতার হন চিকিত্সকক দেবেল সোরেন।


আরও পড়ুন  দ্য ফিজ