ওয়েব ডেস্ক: বাবা ও ভাইয়ের হাতে খুন হলেন যুবক। তাও যাঁকে মারা হল, তিনিও কিনা সেই বাবারই সন্তান! এরকমই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় । পানীয় জল আনাকে কেন্দ্র করে বিবাদের শুরু হয়। আবু সালাম মণ্ডল নামে ওই ব্যক্তি নিজের বাবা শওকত আলি মণ্ডলের গায়ে হাত তোলেন বলে অভিযোগ। সেটা দেখে তাঁর ছোট ভাই শওকত এসে তখন আবু সালামের মাথায় মারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানেন জয়ললিতার মৃত্যুর পর কত জন আত্মহত্যা করেছেন?


গুরুতর আহত আবু সালামকে প্রথমে বারাসত হাসপাতাল ও পরে SSKM-এ নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। তাঁর ভাই ও বাবাকে আটক করেছে দেগঙ্গা থানার পুলিস।  


আরও পড়ুন  জানেন আমাদের দেশে কত মানুষ সড়ক পথ দুর্ঘটনায় মারা যায়?