ওয়েব ডেস্ক : রেল লাইনের ধারে CISF জওয়ানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে ঘনিয়েছে রহস্য। মৃতের নাম বিকাশ দত্ত। কলকাতার তারাতলায় পোস্টিং ছিল তাঁর। বাড়ি অবশ্য, পাঁশকুড়া থানা এলাকার গারান্দায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকালই ছুটি নিয়ে বাড়ি ফেরেন বিকাশ। আজ পাঁশকুড়ার বিডিও অফিসের কাছে, রেল লাইনের পাশে দেহ উদ্ধার হয় এই CISF জওয়ানের। এটি আত্মহত্যা না খুন, তা খতিয়ে দেখছে পুলিস। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে বিকাশকে।


আরও পড়ুন, পুলিসি সক্রিয়তায়, নিউটাউনে ভেস্তে গেল ডাকাতির প্ল্যান


আরও পড়ুন, তৃণমূলের গোষ্ঠীকোন্দল ঘিরে উত্তপ্ত বাসন্তী