ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ ১১ এপ্রিল । মাওবাদী হামলার আশঙ্কায় জঙ্গলমহলে ভোটগ্রহণ হচ্ছে ২ দিনে। প্রথম দিন, ৪ এপ্রিল, জঙ্গলমহলের ১৮টি আসনে ভোট হয়। ১১ এপ্রিল জঙ্গলমহলের বাকি অংশ সহ মোট ৩১টি আসনে ভোট। একনজরে দেখে নেব, এই পর্যায়ে কোন জেলার কটি আসনে ভোট-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঁকুড়া- মোট ৯টি আসনে ভোট


যে যে বিধানসভা কেন্দ্রে ভোট- শালতোড়া, ছাতনা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী ।


পশ্চিম মেদিনীপুর- মোট ১৩টি আসনে ভোট


যে যে বিধানসভা কেন্দ্রে ভোট- দাঁতন, কেশিয়াড়ি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা, গড়বেতা, কেশপুর।


বর্ধমান- মোট ৯টি আসনে ভোট


যে যে বিধানসভা কেন্দ্রে ভোট- পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুড়িয়া, কুলটি, বরাবনি, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর।