শিলিগুড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ নতুন ২০০০ টাকার নোট, গ্রেফতার ৫
ফের নতুন নোটে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার। দিল্লি, হরিয়ানার পর এবার শিলিগুড়িতে উদ্ধার ২ লক্ষাধিক টাকার নতুন নোট। মাটিগাড়ায় সিটি সেন্টারের সামনে চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় ওই টাকা। গোটা বিষয়টি নিয়ে মাটিগাড়া থানার পুলিস তদন্ত শুরু করেছে।
ওয়েব ডেস্ক : ফের নতুন নোটে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার। দিল্লি, হরিয়ানার পর এবার শিলিগুড়িতে উদ্ধার ২ লক্ষাধিক টাকার নতুন নোট। মাটিগাড়ায় সিটি সেন্টারের সামনে চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় ওই টাকা। গোটা বিষয়টি নিয়ে মাটিগাড়া থানার পুলিস তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- নোট বাতিল নিয়ে ফের মুখ খুললেন মমতা
জানা গেছে, জাতীয় সড়কের ওপর চেকিং চলছিল। সেই সময় সেখানে দিয়ে যাচ্ছিল গাড়িটি। সন্দেহ হওয়ায় পুলিস সেটিকে আটকে চেকিং শুরু করে দেয়। উদ্ধার করা হয় ২ লক্ষ ৫৪ হাজার টাকার নতুন নোট। গোটা টাকাটি বাজেয়াপ্ত করেছে পুলিস। উদ্ধার হওয়া সব টাকাই ২০০০-এর নোটে। ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের একজন নিজেকে CBI অফিসার বলে দাবি করেছে। কীভাবে তাঁদের কাছে এত টাকার নতুন নোট এল, খতিয়ে দেখছে পুলিস।