ওয়েব ডেস্ক: রিও কার্নিভালকে টেক্কা দিল রেড রোডের মেগা কার্নিভাল। দুর্গাপুজোর হাত ধরে আমূল বদলে গেল বাংলার ব্র্যান্ডিংয়ের ছবিটা। যার আগাম আভাস দিয়েছিল চব্বিশ ঘণ্টাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিভাডা ক্রুজ থেকে কল্লোলিনী তিলোত্তমার ছবিটা দেখেছেন? দেখেছেন কখনও ক্রুজের ডেকে দাঁড়িয়ে ভাসান? রাতের গঙ্গায় ছিটকে পড়া আলো? দুর্গাপুজোর হাত ধরে দুনিয়ার দরবারে বাংলার ব্র্যান্ডিংয়ের সঙ্গে জড়িয়ে এই ভাসান-তরী।


আরও পড়ুন- সিঙ্গুরের জমি ফেরত নিয়ে এটাই বললেন পার্থ চ্যাটার্জি


গঙ্গাবক্ষ থেকে সোজা রেড রোড। চোখধাঁধানো জৌলুস, কলেবর, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রিওকে দশ গোল দিল বাংলা। রাজ্যের পর্যটন মানচিত্রে জুড়ে গেল নতুন পালক। বিশ্ব চিনল নতুন বাংলাকে। ব্র্যান্ড বাংলা। যার আভাস দিয়েছিলাম আমরাই।


কোথায় টেমসের ব্রিজে লন্ডন, কোথায় আইফেল টাওয়ারে প্যারিস, রেড রোডের মেগা শো ধুয়েমুছে সাফ করে দিল বিশ্ব কার্নিভালের আঁতুরঘরকে। তারও আভাস দিয়েছিলাম আমরাই। শহরের সেরা পুজোগুলিকে নিয়ে রেড রোডে বিসর্জনের শোভাযাত্রায় এক ভিন্ন স্বাদ। শুধু রাজ্যের ব্র্যান্ডিংই নয়, সারা বিশ্বের সামনে বিপণনের নতুন দরজা খুলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।


আরও পড়ুন- টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ