ওয়েব ডেস্ক: রাজ্যে পৌছল পাঁচশো টাকার নতুন নোট। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, দশটি বাক্সে মোট পঞ্চাশ কোটি টাকার নোট এসেছে রাজ্যে। তার মধ্যে তিরিশ কোটি টাকা বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।


আরও পড়ুন- কালো টাকা চিহ্নিত করতে একধাপ এগোল আয়কর দফতর


আগামি সপ্তাহের প্রথম দিকে ব্যাঙ্কগুলির কাউন্টারে মিলবে পাঁচশো টাকার নতুন নোট। ATM গুলির প্রযুক্তিগত পরিবর্তন করা হচ্ছে। ATM-এ পাঁচশো টাকার নতুন নোট পেতে আরও কিছুদিন সময় লাগবে। প্রসঙ্গত, এই মাসের আট তারিখ থেকে চলতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যায়। খুব মুশকিলে পড়ে যায় সাধারণ মানুষ। এতদিন শুধু নতুন ২০০০ টাকার নোটই পাওয়া যাচ্ছিল, কিন্তু অত বড় নোট ভাঙাতে সমস্যা পোহাতে হচ্ছিল আম জনতাকে। তাই নতুন ৫০০ টাকার নোট চলে আসায় খানিকটা স্বস্তি মিলবে জনজীবনে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন- বালিতে SBI ব্রাঞ্চের টাকা বদলের নিয়ম ভাঙার অভিযোগ