বালিতে SBI ব্রাঞ্চের টাকা বদলের নিয়ম ভাঙার অভিযোগ
নিয়ম ভাঙছে SBI-এর ব্রাঞ্চ। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে আজ শুধুমাত্র প্রবীণ নাগরিক ও ব্যাঙ্কের নির্দিষ্ট গ্রাহকরা টাকা বদল করতে পারবেন। কিন্তু SBI-এর এই ব্রাঞ্চে ধরা পড়ল সম্পূর্ণ অন্য ছবি। ঘটনাটি বালির ঘোষপাড়ায়।
ওয়েব ডেস্ক : নিয়ম ভাঙছে SBI-এর ব্রাঞ্চ। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে আজ শুধুমাত্র প্রবীণ নাগরিক ও ব্যাঙ্কের নির্দিষ্ট গ্রাহকরা টাকা বদল করতে পারবেন। কিন্তু SBI-এর এই ব্রাঞ্চে ধরা পড়ল সম্পূর্ণ অন্য ছবি। ঘটনাটি বালির ঘোষপাড়ায়।
বালি ঘোষপাড়া SBI ব্যাঙ্কে সকাল ৮টা থেকেই লাইন দেন প্রবীণ নাগরিকরা। বেলা যত বাড়ে লাইন ততই লম্বা হয়। কিন্তু অভিযোগ, টাকা বদল করার সুযোগ দেওয়া হচ্ছে না প্রবীণ নাগরিকদের। বদলে অনেক বহিরাগতরা ব্যাঙ্কে ঢুকে টাকা বদল করে নিয়ে যাচ্ছে। লাইন থেকে কাউকে ব্যাঙ্কে না ঢুকিয়ে বাইরের লোকেদেরই খালি ব্যাঙ্কে ঢোকানো হয় বলে অভিযোগ ওঠে। ব্রাঞ্চ কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেনি। আরও পড়ুন, কার্ড নেই, চাল কেনার টাকা নেই, ব্যাঙ্কের সামনে কেঁদে ভাসাচ্ছেন বৃদ্ধ