ওয়েব ডেস্ক: সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সামনে খুলে গেল নতুন দিগন্ত। খুব সহজেই মনের ভাব প্রকাশ করতে পারবে তারা। দশ বছরের পরিশ্রমে আইআইটি খড়্গপুর বানিয়ে ফেলেছে এক অভিনব সফ্‍টঅয়্যার। রাজ্যের ভাষা বিজ্ঞান পরিষদের সঙ্গে যৌথ উদ্যোগে সেরিব্রাল পালসিদের কাছে পৌছে যাচ্ছে এই নয়া প্রযুক্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতিবন্ধকতার জগত্‍। অনেক কিছু না পারার জগত্‍। শিক্ষা হোক বা দৈনন্দিন জীবন, পদে পদে বাধার পাহাড়। সাহায্যের হাত ছাড়া একবিন্দুও চলতে বাধা। কথা বলতে অক্ষমতা। লেখার ক্ষেত্রে অক্ষমতা। পড়ার ক্ষেত্রে অক্ষমতা। মনের ভাব প্রকাশে হাজারো সমস্যা। সেই সমস্যার পাহাড় ডিঙোতে তৈরি ওরা।


আইআইটি খড়্গপুরের গবেষকরা বানিয়ে ফেলেছেন অভিনব সফটওয়্যার। সেরিব্রাল পালসি আক্রান্তদের সামনে খুলে গেল সব পেয়েছির দরজা। সহজ সফ্‍টঅয়্যার। ততোধিক সহজ প্রযুক্তির ব্যবহার। ছবির সাহায্যে কথা বলা ছাড়াও মনের ভাব প্রকাশ করতে পারবে সেরিব্র্যাল পালসিতে আক্রান্ত শিশুরা। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় সহজেই ঢুকে পড়া বা অনলাইন শপিংও এখন ওদের হাতের মুঠোয়।