ওয়েব ডেস্ক: রাজ্য রাজনীতিতে তৃণমূলের উত্থানের এপিসেন্টার। সেই সিঙ্গুরেরই বুথে দিনভর দেখা মিলল না তৃণমূলের এজেন্টের। তাও আবার খোদ বেচারাম মান্নার পাড়ায়। তৃণমূলের অন্তর্কলহেই কী এমন হাল?  সম্ভাবনা এড়ালেন না তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিঙ্গুর। ৫ বছর আগে এই সিঙ্গুর আন্দোলনে ভর করেই রাজ্য রাজনীতিতে তৃণমূলের উত্থান। এবার ভোটেও তাই বিশেষ নজর ছিল জমি আন্দোলনের ঘাঁটির দিকে।


এই সিঙ্গুরেরই গাজিপুর প্রাইমারি স্কুল ভোট কেন্দ্র। এখানে ভোট দেন সিঙ্গুরের রতনপুরের ভোটাররা। এলাকার নেতা হরিপালের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। সকাল সকাল এসে ভোটও দিয়ে গেলেন। তার পর দিনভর কোনও তৃণমূল এজেন্টের দেখাই মিলল না বুথে।


এলাকার নেতা বেচারাম মান্নার বাড়ি গিয়ে জানা গেল তিনি হরিপালে নিজের কেন্দ্রে। বেচারাম মান্নার স্ত্রী করবীও জেলা পরিষদের সদস্য, তিনি বললেন সব জানেন স্থানীয় এক যুব তৃণমূল নেতা বিকাশ মাইতি। অন্তরদ্বন্দ্বের কথা মেনেছেন তৃণমূলের প্রার্থী, সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যও। তৃণমূলের অন্দরের এই বিবাদ কী আদৌ কোনও প্রভাব ফেলবে ইভিএমে? উত্তর দেবে ভোটের ফল।