ওয়েব ডেস্ক : ফের সংবাদ শিরোনামে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। এবার বিনামূল্যে ওষুধ বিতরণ নিয়ে উত্তেজনা। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয়ে যাচ্ছে বিনামূল্যে ওষুধ বিতরণের ফার্মেসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রহস্যজনক ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ৩০ হাজার!


সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ফার্মেসি খোলা থাকার কথা। কিন্তু বছরের কোনওদিনই রাত ৮টা পর্যন্ত ফার্মেসি খোলা রাখা হয় না বলে অভিযোগ। বিকেল না গড়াতেই ফার্মেসি বন্ধ করে দেওয়া হয় । একবার বন্ধ হয়ে গেলে  শত অনুরোধেও  ফার্মেসি খোলা হয় না। সব ওষুধও সবসময় ফার্মেসিতে মেলে না। ৫টি ওষুধের মধ্যে মেলে হয়তো বা ২টি ওষুধ। রোগী ওষুধ পাচ্ছেন না। এমনই অভিযোগ ওষুধ কিনতে আসা মানুষের। অথচ ফার্মেসির বাইরে, সিঁড়িতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে বাক্স বাক্স ওষুধ। যার দাম কোটি কোটি টাকা।  প্রয়োজনীয় ওষুধ না পেয়ে এবার বিক্ষোভে সামিল হলেন রোগীর পরিবার।