ওয়েব ডেস্ক: নামবদল নিয়ে সর্বদল বৈঠকে ঐকমত্য হল না। রাজ্যের নাম পরিবর্তন নিয়ে আপত্তি তুলল বিরোধীরা। আজ সর্বদল বৈঠকে এনিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে  কংগ্রেস। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের দাবি, বাংলার নাম পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখতে কমিশন বসানো হোক। কমিশন সবপক্ষের মতামত খতিয়ে দেখার পর রিপোর্ট জমা দিক। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হোক। নাম পরিবর্তনে আপত্তি জানিয়েছে বিজেপিও।


আরও পড়ুন- রাজ্যের নাম পরিবর্তন নিয়ে আজ সর্বদল বৈঠক


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শেক্সপিয়ার বলেছেন WHAT,S IN A NAME? নাম কি আসে যায়? কিন্তু, সত্যিই কী তাই? বোধহয় না।  ফের আরেকবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনে উদ্যোগী রাজ্যে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর বৃহস্পতিবার বিধানসভায় বসে সর্বদলীয় বৈঠক। সরকারের তরফে পার্থ চট্টোপাধ্যায় তিনটি নামের প্রস্তাব দেন।


প্রথম প্রস্তাব- পশ্চিমবঙ্গের নাম বদলে হোক BENGAL


দ্বিতীয় প্রস্তাব- রাজ্যের নাম বদলে হোক BANGLA


তৃতীয় প্রস্তাব- পশ্চিমবঙ্গের বদলে নাম হোক BANGAL


পরিষদীয় মন্ত্রী বিরোধী দলগুলিকে বলেন, কেন্দ্রের ডাকা বৈঠকে পশ্চিমবঙ্গের ডাক আসে সবার পরে। রাজ্যের প্রতি বঞ্চনা বাড়ে। তাই নাম পরিবর্তন দরকার। কিন্তু, আপত্তি তোলে কংগ্রেস, কমিশন গড়ার দাবি জানান মান্নানরা। নীতিগতভাবে নাম পরিবর্তনে আপত্তি না থাকলেও সকলের মত নেওয়ার পক্ষে বামেরা। তবে, নাম পরিবর্তনের ইস্যু পত্রপাট নাকচ করে দিয়েছে বিজেপি। তবে, উপায়?


অতীত তেমন আশাপ্রদ নয়। ১৯৯৯-এ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা অথবা বঙ্গ করার প্রস্তাব দেয় বামেরা। বিধানসভায় সর্বসম্মত সিদ্ধান্ত হলেও রাজি হয়নি কেন্দ্র। ২০১১-য় WEST BENGAL-এর বদলে পশ্চিমবঙ্গ করার প্রস্তাব দেয় বামেরা। সেই চেষ্টাও ধোপে টেঁকেনি।


আরও পড়ুন- জীবন বাঁচাতে আজ পথে নামছেন মমতা


নাম পরিবর্তনের পাশাপাশি, ২৯ অগাস্ট বিধানসভার অধিবেশনে কেন্দ্রের বঞ্চনা নিয়েও প্রস্তাব আনতে চায় সরকার। কিন্তু তা নিয়ে কী বলছেন বিরোধীরা? বিশেষ অধিবেশনে প্রস্তাব আসবে ডেঙ্গি ও GTA নিয়েও, কিন্তু সব ছাপিয়ে অধিবেশনের বিশেষ আকর্ষণ অবশ্যই বাংলার নাম বদল।