ওয়েব ডেস্ক: সেকেন্ড ইনিংসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট বিজেপি। ডায়মন্ড হারবারের কামব্যাক সভায় যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূল যুব সভাপতি।সাড়ে পাঁচ মাস পরে কামব্যাক। সুস্থ হয়ে ময়দানে পা রেখে দেখলেন প্রতিদ্বন্দ্বী বদলে গেছে। পাঁচ মাসে বদলে গেছে অনেক কিছু। প্রথমে নোটবাতিলে তোলপাড় হয়েছে দেশ। তারপর উত্তর প্রদেশে বেনজির জয় বিজেপির। এখন পদ্মশিবিরের নজর বাংলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ১ লরি মাটি ১৫০০ টাকা, মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে  ঘুম ছুটেছে বারাকপুর শিল্পাঞ্চলের


তৃণমূলও তাই কাউন্টার অ্যাটাকে। দুহাজার আঠারোয় পঞ্চায়েত নির্বাচন। পরের বছর লোকসভা ভোট। এরাজ্যে রথযাত্রা রোখার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিলেন তৃণমূল সেনাপতি। তাঁর হাতিয়ার শিশুপাচার ও সাম্প্রদায়িক হিংসা। মঞ্চে ওঠার আগে এলাকার মানুষের সঙ্গেও কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন  মালদা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার ৪