ওয়েব ডেস্ক: ২৪ ঘণ্টার খবরের জের। কোচবিহারের MJN হাসপাতাল থেকে উধাও বহিরাগতরা। যেসব জায়গায় এতদিন বহিরাগতদের দাপট চলেছে, আজ সেখানেই কাজ করতে দেখা গিয়েছে হাসপাতালের নার্সদের। খুঁজে পাওয়া যায়নি এসবের পিছনে মূল হোতা গ্রুপ ডি স্টাফ নীহারকান্তি চৌধুরীকেও। যদিও লোকের অভাবে কয়েকটি বিভাগ খোলা যায়নি। কর্তব্যরত নার্সরা জানিয়েছেন, রোগী কল্যাণ সমিতির নির্দেশেই সংশ্লিষ্ট বিভাগে কাজে যোগ দিয়েছেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সবে মার্চ, এখন থেকেই জলে টান পড়েছে বাঁকুড়ায়


গতকালই সরকারি হাসপাতালের অনুসন্ধান বিভাগে গিয়ে দেখা যায় দায়িত্ব সামলাচ্ছেন বহিরাগতরা। আউটডোরের স্লিপ কাটা থেকে এক্সরে- স্ক্যান, যাবতীয় স্লিপ কাটছেন তাঁরাই। এনিয়ে আজ বৈঠকে বসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মিহির গোস্বামী। শোকজ করা হয় গ্রুপ ডি স্টাফ নীহারকান্তি চৌধুরীকে।


আরও পড়ুন  শীর্ষ আদালতের নির্দেশ অ্যাসিড আক্রান্তদের ক্ষতিপূরণ দিতে হবে, তা কি মানা হচ্ছে?