ওয়েব ডেস্ক : সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা। চলতি বছরের ক্যামেরা ট্র্যাপিংয়ে ধরা পড়েছে তিরাশি থেকে একশো আঠাশটি বাঘের ছবি। যা বিশ্লেশণ করে বন দফতর জানাচ্ছে, সুন্দরবনে অন্তত ছিয়াশিটি বাঘের অস্তিত্ব রয়েছে। এই প্রথম গোটা সুন্দরবনে একসঙ্গে ক্যামেরা পাতে বন দফতর ও WWF। সেই ক্যামেরায় ধরা পড়েছে রয়্যাল বেঙ্গলের এমনই কিছু ব্যক্তিগত মুহূর্ত।


নিঃসন্দেহে এটা একটা ভালো খবর পশুপ্রেমীদের কাছে। ভালো খবর ভ্রমণপ্রিয় বাঙালির কাছেও। শীতের মরশুম পড়ছে। আর এই সময় অন্যান্য জায়গার মত সুন্দরবনেও বাড়বে পর্যটকের সংখ্যা। আর খোলা বনে বাঘ দেখতে পাওয়ার মত অভিজ্ঞতা খুব কম মানুষেরই হয়।