ওয়েব ডেস্ক: পুরনো পাঁচশো হাজারের নোট সহ ট্রেন থেকে গ্রেফতার হল এক ব্যক্তি। ধৃতের নাম সিদ্ধার্থ সামন্ত। ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ধৃতের থেকে উদ্ধার হয়েছে ৪১ লক্ষ ৩১ হাজার টাকার পুরনো ৫০০ ও ১০০০-এর নোট। ধৃতের বাড়ির বর্ধমানের মাধবডিহির ভুরকুণ্ডা গ্রামে। গোপন সূত্রে রেল পুলিস খবর পায়, ঝাড়খণ্ড থেকে এক ব্যক্তি প্রচুর পরিমাণ পুরনো টাকা টাকা নিয়ে আসছে। বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নামার পরই সিদ্ধার্থকে ধরে ফেলে পুলিস। সিদ্ধার্থর কাছে নোট সংক্রান্ত কাগজপত্র দেখতে চাওয়া হয়। তবে দেখাতে পারেনি সিদ্ধার্থ। পুলিস এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে। খবর দেওয়া হয় আয়কর বিভাগেও।