`তোলা দিতে হবে দেড় লক্ষ টাকা!`
তোলা দিতে হবে দেড় লক্ষ টাকা! এলাকার বাসিন্দাদের একাংশের দাবি মানেননি ব্যবসায়ী। তার ফল হল মারাত্মক। বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, এমনকি মারধরও করা হল বাঁকুড়ার মিস্টি ব্যবসায়ী দেবাশিস দাসকে।
ওয়েব ডেস্ক : তোলা দিতে হবে দেড় লক্ষ টাকা! এলাকার বাসিন্দাদের একাংশের দাবি মানেননি ব্যবসায়ী। তার ফল হল মারাত্মক। বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, এমনকি মারধরও করা হল বাঁকুড়ার মিস্টি ব্যবসায়ী দেবাশিস দাসকে।
পরিবারের অভিযোগ, হামলাকারীদের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানো হয়েছে থানায়। ব্যবস্থা নিতে গড়িমসি করছে পুলিস। সুবিচারের আশায় জেলাশাসক, মুখ্যমন্ত্রী, মানবাধিকার কমিশন এমনকি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন আক্রান্ত ব্যবসায়ী।
আরও পড়ুন, নোট সমস্যায় বন্ধ হয়ে গেল টিটাগড় এম্পায়ার জুট মিল
১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা রিলায়েন্স কর্তার