ওয়েব ডেস্ক: কয়েকদিন আগেই সঞ্জয় রায়ের মৃত্যু দেখেছে ডানকুনি। রাজ্য তোলপাড়। এরই মধ্যে এবার চিকিত্‍সায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, ডানকুনিরই এক নার্সিংহোমের বিরুদ্ধে। সঞ্জয়ের বাড়ির কাছাকাছিই থাকতেন তন্দ্রা গুইন পাল। তাঁরই মৃত্যু ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। পরিবারের দাবি, গত বিশে ফেব্রুয়ারি সকালে বাড়িতেই বাথরুমে পড়ে যান এক মাসের অন্তঃসত্ত্বা তন্দ্রা পাল। স্থানীয় এক ডাক্তারকে খবর দেওয়া হলে, তিনি তন্দ্রাকে ডানকুনির অরুণোদয় নার্সিংহোমে ভর্তি করতে বলেন। অহস্য পেটে ব্যথার সাথে রক্তপাতও হচ্ছিল তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ৩ নার্সিংহোমকে শোকজ কাটোয়ার মহকুমাশাসকের


দুপুরে এক গাইনোকলজিস্ট তাঁকে দেখে একটি ওষুধ লিখে দেন। তন্দ্রার স্বামী মেঘদূত পাল হন্যে হয়ে সব জায়গায় ঘুরেও সেই ওষুধ পাননি। পরে হাসপাতালে ফিরে এল তাঁকে জানানো হয়, ওষুধটা ভুল লেখা হয়েছিল। ICU-তে রাখা হয় তন্দ্রা পালকে। অভিযোগ, বারবার পেটে যন্ত্রণার কথা বললেও কেউ গা করেনি। আলট্রাসোনোগ্রাফি না করিয়েই ফেলে রাখা হয়। শেষপর্যন্ত বিকেলে তাঁকে আরেক নার্সিংহোমে স্থানান্তরের কথা বলা হয়। সেখানেও ভর্তি নেওয়া হয়নি অন্তঃসত্ত্বা তন্দ্রা পালকে। আরও এক হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।


আরও পড়ুন  আক্রান্ত কোন্নগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, হামলায় মদতের অভিযোগ উপ পুরপ্রধানের বিরুদ্ধে