ওয়েব ডেস্ক: আজ সাত সকাল থেকেই ফের অশান্ত দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। সকাল থেকেই জনতা-পুলিস খন্ডযুদ্ধে রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছে মাছিভাঙা গ্রাম। রাতভর তল্লাসির নামে পুলিসের বিরুদ্ধে খুব বেশি বাড়াবাড়ির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সূত্রের খবর, রাতেই নাকি রাস্তায় বালির বস্তা ফেলে পথ আটকানো হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পুলিস ধরেনি তাই আজ স্থানীয় বাসিন্দারাই ধরল দুষ্কৃতীদের


খবর পেয়ে সকালে পুলিস ঘটনাস্থলে এলেই  শুরু হয় জনতার পক্ষ থেকে ইটবৃষ্টি। জনতার ওরকম মারমুখী আচরণের পর থেমে থাকেনি পুলিসও। পাল্টা কাঁদানে গ্যাস ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিস। এর ফলেই আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়।


আরও পড়ুন  ফের রক্তাক্ত শিক্ষাঙ্গন, মনোনয়নপত্র জমা ও তোলা ঘিরে দফায় দফায় সংঘর্ষ অনেক কলেজে