খুনের অভিযুক্তদের ধরতে গিয়ে মার খেল পুলিস
খুনের অভিযুক্তদের ধরতে গিয়ে মার খেল পুলিস। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মোহন পাড়ায় গতকাল রাতে নাস্তানুবাদ হতে হল পুলিসকে। আইনরক্ষকদের মারধর করে অভিযুক্তদের ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। জখম ৪ পুলিসকর্মীকে যেতে হয় হাসপাতালে। এর পরেই র্যাফ নিয়ে গিয়ে পাল্টা অভিযানে নামে পুলিস। অভিযোগ, গ্রামে ঢুকে শুরু হয় বাড়িঘর ভাংচুর। পুলিসের মারধর থেকে রেহাই পায়নি গ্রামের শিশু, মহিলারাও।
ওয়েব ডেস্ক: খুনের অভিযুক্তদের ধরতে গিয়ে মার খেল পুলিস। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মোহন পাড়ায় গতকাল রাতে নাস্তানুবাদ হতে হল পুলিসকে। আইনরক্ষকদের মারধর করে অভিযুক্তদের ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। জখম ৪ পুলিসকর্মীকে যেতে হয় হাসপাতালে। এর পরেই র্যাফ নিয়ে গিয়ে পাল্টা অভিযানে নামে পুলিস। অভিযোগ, গ্রামে ঢুকে শুরু হয় বাড়িঘর ভাংচুর। পুলিসের মারধর থেকে রেহাই পায়নি গ্রামের শিশু, মহিলারাও।
অন্যদিকে, কানপুরে শিয়ালদা-আজমেঢ় বেলাইন হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। টুইট করে জানালেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তিনি ব্যক্তিগত ভাবে গোটা বিষয়ের ওপর নজর রাখছেন বলেও লেখেন রেলমন্ত্রী। দুর্ঘটনার পরই উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন তিনি। আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান।