নির্যাতিতা কিশোরীর সঙ্গে চূড়ান্ত অসহযোগিতার `উদাহরণ` পুলিসের!
ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় নিগৃহীতা। তবু দিনভর বসিয়ে রেখেও অভিযোগই নেওয়া হল না। মালদার কালিয়াচকে পুলিসের বিরুদ্ধে উঠল এমন অসহযোগিতা, হয়রানির অভিযোগ। বিচার চেয়ে আদালতের দ্বারস্থ নিগৃহীতার পরিবার।
ওয়েব ডেস্ক : ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় নিগৃহীতা। তবু দিনভর বসিয়ে রেখেও অভিযোগই নেওয়া হল না। মালদার কালিয়াচকে পুলিসের বিরুদ্ধে উঠল এমন অসহযোগিতা, হয়রানির অভিযোগ। বিচার চেয়ে আদালতের দ্বারস্থ নিগৃহীতার পরিবার।
রাজনগর গ্রামের বাসিন্দা এই কিশোরী গত মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে দুই যুবক তাঁকে তুলে নিয়ে গিয়ে, ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তদের চিনতে অসুবিধে হয়নি তাঁর। দাবি বছর পনেরর কিশোরীর। এলাকারই দুই যুবক আশিব শেখ ও রহিম শেখের দিকে অভিযোগের আঙুল উঠেছে।
নিগৃহীতার বাবা পেশায় ক্ষেতমজুর, বাইরে কাজ করেন। তিনি ফেরার পরই থানায় যায় পরিবার। কিন্তু সেখানেও উঠেছে হয়রানির অভিযোগ। অভিযোগ তো নেওয়া হয়নি, উল্টে সারাদিন তাঁদের বসিয়ে রাখা হয় থানায়। শেষপর্যন্ত তাই পুলিসের বিরুদ্ধে অভিযোগ নিয়েই আদালতে নিগৃহীতার পরিবার।
আরও পড়ুন, ভরসন্ধেয় ছাত্রীদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা সমাজ বিরোধীদের